বগুড়া জেলা প্রতিনিধি :
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান ডা: দিলীপ কুমার রায় বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছেন। চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। দেশের গুরুত্বপূর্ণ জেলা সমুহে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মান করছে সরকার।
তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। হোমিও শিক্ষার্থীদের আধুনিক তথ্য প্রযুুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠনে সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আগামীর নেতৃত্ব দেয়ার জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
বুধবার বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেল উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো করেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এসএম মিল্লাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমিওপ্যাথি বোর্ড সদস্য ডা: আশীষ শংকর নিয়োগী, ডা: শেখ ইফতেখার উদ্দিন, ডা: কায়েম উদ্দিন, ডা: আনিসুর রহমান মিন্টু, পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন ডা: আব্দুল মতিন, ডা: আবুল মনসুর, ডা: মুঞ্জরুল আলম লিটন, ডা. হুমায়ন কবির, ডা: প্রমিত কুমার, ডা: শাহ গাজী, ডা: আব্দুল আলীম, ডা: সাহাবুদ্দিন আহম্মেদ, ডা: আতিকুর রহমান সুমন, ডা: এহতেশাম আহম্মেদ, ডা: ফিরোজ মাহমুদ, ডা: মানসুরা খাতুন ডা: ফাহমিদা প্রমুখ।