স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
সারা দেশের সব অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিস্তারিত তথ্য দিতে আগামীকালের মধ্যে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তালিকা ধরে এ মাসেই অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি আরও জানান, সারা দেশের সকল অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তথ্য জানাতে কর্তৃপক্ষদের অবগত করা হয়েছে। এজন্য জরুরি বৈঠক করে একটি কমিটিও গঠন করা হয়েছে। এজন্য প্রতিটি জেলার সিভিল সার্জনকে দায়িত্ব দেয়া হয়েছে।’
তবে স্বাস্থ্য অধিদপ্তরের এককভাবে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয় বলে জানিয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।
এর আগে, গত আগস্ট মাসে দেশের সকল লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের হালনাগাদ তথ্য চেয়ে সব বিভাগীয় পরিচালক ও জেলা সিভিল সার্জনদের চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে তাদের লাইসেন্স নবায়নের জন্য ২৩ আগস্ট সময়ও বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।