Read Time:1 Minute, 15 Second
ঢাকা অফিস, অনুসন্ধান বার্তা :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ভিপি নুরুল হক নুরকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিতে তাকে গ্রেফতার করা হয়। এরআগে রবিবার (২০ সেপ্টোম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ ধর্ষণ মামলাটি দায়ের করেন।
মামলায় মোট ৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।