স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবক দল থেকে যুবলীগে অনুপ্রবেশ করেই আওয়ামীলীগের নেতাকর্মীর ওপর হামলা, চাঁদাবাজি, জমিদখল সহ একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সেই যুবলীগ নেতা রাজিবুজ্জামানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান জানান, ২০১৫ সালে রাজিবুজ্জামান পরিচয় গোপন করে স্বেচ্ছাসেবকদল থেকে ধুনট উপজেলা যুবলীগের সদস্য পদ নিয়ে অনুপ্রবেশ করে। এরপর থেকেই সে যুবলীগের নাম ভাঙ্গিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তাই কেন্দ্রীয় যুবলীগের নিদের্শে বুধবার বগুড়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ তাকে সাময়িকভাবে দল থেকে বহিস্কার করেছেন।