এম.এ রাশেদ, ধুনট (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রবিবার সকাল ১০টায় কালেরপাড়া ইউনিয়নের কাদাই সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজাউল করিম দুলাল, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু,
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলার ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ্ স্বপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহামুদ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছানেয়ার হোসেন, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম চপল, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, কালেরপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক হারেজ উদ্দিন আকন্দ, কালের পাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুম তরফদার প্রমূখ।