স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন এমপি হাবিবর রহমানের পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপি এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনির নেতৃত্বে নেতাকর্মীরা ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিনের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মোটরসাইকেল শোভাযাত্রায় ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।