ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ধুনট উপজেলা যুবলীগের উদ্যোগে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আল আমিন তরফদার, আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট, জাহাঙ্গীর আলম ডলার, ওহিদুল ইসলাম, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, রেজাউল করিম, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক বিপ্লব রানা, শিক্ষা বিয়ষক সম্পাদক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা সুজন শেখ, ফরহাদ হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, সুমন সরকার, আব্দুল কাদের জিলানী, শহিদুল ইসলাম কোয়েল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম চপল, মিল্টন আজিজ, আব্দুস সবুর, মনিরুজ্জামান, মিনহাজ শুকু, আব্দুর রশিদ, স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগ নেতা ইবনে সউদ, আব্দুল আলীমসহ নেতৃবৃন্দ।