ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মমতা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মমতা খাতুন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
জানাগেছে, ধুনট উপজেলার কৈগাতী গ্রামের এলাহী বক্স তালুকদারের ছেলে মো. রনি তালুকদার সঙ্গে গত ৬ বছর আগে আমার মেয়ে মমতা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ফাতেমা খাতুন (৩) ও আবু বক্কর সিদ্দিক (২) নামে দুই সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই তার স্বামী রনি তালুকদার রোজগার করেন না। তাকে কাজে যাওয়ার কথা বললেই সে ক্ষিপ্ত হয়ে মমতা খাতুনকে অমানুষিকভাবে মারপিট করে।
মমতা খাতুনের বাবা মোহাম্মদ আলী বলেন, গত ৯ অক্টোবর সকাল ৮টার দিকে জামাই রনি তালুকদার ও শাশুড়ি হাসিনা খাতুন আমার মেয়েকে মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এঘটনায় গত ১০ অক্টোবর সন্ধ্যায় ধুনট থানায় দুই জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ধুনট থানার এসআই রিপন মন্ডল বলেন, এবিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।