Read Time:1 Minute, 17 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলায় ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সংস্থার কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খোরশেদ আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ধুনট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আকতার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব হোসেন চঞ্চল, আবু বক্কর সিদ্দিক মোংলা, শহিদুর রহমান, স্বেচ্ছাসেবক আবু রায়হান প্রমুখ।