ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান,
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানি পোদ্দার, ওসি কৃপা সিন্ধু বালার মেয়ে মোনালি বালা, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আয়েশা তারেক জিতু প্রমুখ।