Read Time:1 Minute, 11 Second
ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে প্রতারণার মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহসান (৪৫) উপজেলার চান্দারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ‘অনুসন্ধান বার্তা’কে এতথ্য নিশ্চিত করে জানান, শাহীন আহসানের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণার অভিযোগে ২০১৭ সালে মামলা দায়ের হয়েছে। ওই মামলার শুনানী শেষে বিচারক তাকে ১ বছরের সাজা প্রদান করেন।
কিন্তু এরপর থেকেই পলাতক ছিলেন শাহীন আহসান। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।