ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামী পরিত্যক্তা বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় আবুল কালাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আবুল কালাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের মোকবুল হোসেন মকুলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাক প্রতিবন্ধী এক নারীকে (২৬) তার ঘরে ঢুকে গত বৃহস্পতিবার রাতে ধর্ষণ করে বখাটে যুবক আবুল কালাম (২৮)। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে ধর্ষক আবুল কালাম আটক করেও পরবর্তীতে সে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে ওই ধর্ষিতার মা বাদি হয়ে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে শেরপুর উপজেলার খন্দকার পাড়া এলাকা থেকে ধর্ষক আবুল কালামকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতা মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।