স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।