Read Time:1 Minute, 5 Second
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ভূমিহীন আন্দোলন ধুনট উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বগুড়া জেলা কমিটির সভাপতি লিপি বেগম, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, ধুনট উপজেলা কমিটির সভাপতি শাহ জামাল শেখ, সাধারণ সম্পাদক রেহেনা খাতুন, সদস্য জীবন নাহার প্রমূখ।