Read Time:1 Minute, 17 Second
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের ৬টি মসজিদের মুসল্লিদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা চৌকিবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ হাজার গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, সমাজসেবক আলহাজ্ব গাজিউর রহমান, ব্যবসায়ী শাহীন মাহমুদ, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, আ’লীগ নেতা খাদেমুল ইসলাম খোকন, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন প্রমূখ।