স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটের বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের জন্মদিনে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। সোমবার (০৫ অক্টোবর) বিকেলে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি গ্রামে ওই মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ইউএনও।
ইউএনও’র সংবর্ধনা পেয়ে বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আবেগ আপ্লুত ও খুশিতে মেতে ওঠেন।
এসময় মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন বলেন, যুদ্ধ করে আমারা দেশ স্বাধীন করেছি কোন কিছু পাওয়ার আশায় নয়। সরকার আমাদের অনেক সম্মান দিয়েছে এবং সহযোগিতাও করে যাচ্ছেন। কিন্তু অনেক সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় অসম্মানিতও হতে হচ্ছে। তবে ইউএনও সাহেব আমাকে হঠাৎ করে বাড়িতে এসে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য খুব খুশি হয়েছি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, মুক্তিযোদ্ধারা জাতির বিবেক। তাদেরকে সম্মান করা সবার নৈতিক দায়িত্ব। তাই ভালোবেসেইে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বিভিন্ন পুনর্বাসন গ্রহন করেছে এবং তা বাস্তবায়নও হচ্ছে।