স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে গ্রেফতারী পরোয়ানামূলে এক যুবলীগ নেতা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পৃথক অভিযান চালিয়ে ধুনট বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট সদরের দক্ষিন অফিসারপাড়া এলাকার ফজর আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁন (৩৫)।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শাহাদত হোসেনের বিরুদ্ধে ২টি মাদক মামলা, ১টি মারামারি ও ১টি জুয়ার আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী গোলাম মুহিত চাঁনের বিরুদ্ধে ২টি মারামারি মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।