ইমরান মুরাদ আনোয়ার, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভা কক্ষে চেক বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ কাওছার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ২২ জন অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও আরো ৩জন নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅডার প্রতিবন্ধীদের মাঝে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ধুনটে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার চেক বিতরণ

Read Time:1 Minute, 35 Second