ধুনট (বগুড়া) প্রতিনিধি :
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মোছা. রোজিনা আক্তার সুমির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রনি, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ধুনট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।