ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে ধুনট ও শেরপুর উপজেলার ১১১টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধুনট সদর মন্দির, সরকারপাড়া মন্দির ও চরধুনট মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন এমপি হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান কমিটির সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
এছাড়া এমপি হাবিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি পৃথকভাবে তার বাবার পক্ষে ধুনট ও শেরপুর উপজেলার অন্য মন্দিরগুলোতে এসব অনুদানের অর্থ পৌঁছে দেন।