মো. শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে কাজিপুওে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় অডিটোরিয়ামে কাজিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গার সভাপতিত্বে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত মোহাম্মদ নাসিম পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর শাকিল জয় বাবার পক্ষ থেকে দুঃখ কষ্ট ভুলে গিয়ে মহান আল্লাহর নিকট বাবার রুহের আত্মার মাগফিরাত কামনা করে সকলের দোয়া কামনা করেন। তিনি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন এবং যেন বিজয়ী হয়ে বাবার অসম্পন্ন কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে পারেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ সকল কলেজের অধ্যক্ষগণ বক্তব্য রাখেন।