এস আই সুমন, বগুড়া থেকে :
বগুড়া-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান বেড়েছে। এগিয়ে গেছে উন্নয়ন মূলক কাজ। পৌরবাসী এবার যুক্ত হতে যাচ্ছে বিশুদ্ধ পানি ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে। প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে পৌরসভায় নাগরিক সুবিধা আরো বৃদ্ধি পাবে।
রবিবার (৪অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান, বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিনুল হক দুদু, এমদাদুল হক, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ প্রমূখ।