কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে আব্দুল আলিম নামে (২৫) এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পখিতলা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত অব্দুল আলিম দক্ষিন জামগ্রামের বুলু প্রামানিকের ছেলে এবং সে পেশায় পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসায়ী। এঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে আব্দুল আলিম মোটরসাইকেল চালিয়ে দূর্গাপুর বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পখিতলা ব্রিজ এলাকায় পৌছালে পিছন দিকে থেকে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক এসে আব্দুল আলিমের মাথায় আঘাত করে।
এসময় সে চলন্ত মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখানে লাশ ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এবিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় তাৎক্ষনিক অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।