ইমরান হোসেন ইমন, অনুসন্ধান বার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গা থেকে অবৈধভাবে ৭০টি বেলজিয়াম গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে। এবিষয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযাগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ভান্ডারবাড়ি ইউনিয়নের ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের জায়গায় ৭০টি বেলজিয়াম গাছের চারা রোপন করেন কর্তৃপক্ষ। কিন্তু করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাশ্ববর্তী ভুতবাড়ি গ্রামের মৃত জনি মন্ডলের ছেলে আয়নাল হক ও তার ভাই জয়নাল আবেদীন সহ তাদের লোকজন বিদ্যালয়ের জায়গা থেকে ৭০টি বেলজিয়াম গাছ কর্তন করে ফেলে রেখে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা অবৈধভাবে বিদ্যালয়ের জায়গায় রোপনকৃত গাছগুলো কর্তন করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা অনুসন্ধান বার্তাকে বলেন, বিদ্যালয়ের জায়গা থেকে গাছ কর্তনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।