নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে উজ্জল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উজ্জল হোসেন নন্দীগ্রাম উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যেরাতে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যেরাতে উপজেলার শেখেন মারিয়া গ্রামের বেলাল হোসেনের গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করছিলেন উজ্জল। এ সময় ওই বাড়ির লোকজন চোরের উপস্থিতি বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে উজ্জল দৌঁড় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।
নন্দীগ্রামে থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির ‘অনুসন্ধান বার্তাকে’ বলেন, নিহত উজ্জল পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উজ্জল নিহতের ঘটনায় এখনো থানায় কেউ মামলা করতে আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।