নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মোকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে চাল জব্দ করেন নন্দীগ্রাম উপজেলার কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।
তবে মোকছেদ আলীর পরিবারের দাবি, ওই চালগুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। সে তাদের বাড়িতে চালগুলো রেখেছিলো। তারা এসব বিষয়ে কিছুই জানতেন না।
সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মোকছেদ আলীর বাড়ি তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভূমি অফিসের পক্ষে পেশকার রেজাউল করিম বাদী হয়ে মোকছেদ আলী ও আবু বক্করের নামে থানায় মামলা করেছেন। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।