সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ (রবিবার) বিকাল ৩টায় জেন্ডার প্রমোটার হেলাল উদ্দিন এর সভাপতিত্বে রায়নগর কিশোর-কিশোরী ক্লাবে এ পার্টি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাহিদা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ক্লাব কো-অর্ডিনেটর কমেলা বেগম, সংগীত শিক্ষিকা মোছাঃ সাথী আক্তার, আবৃত্তি শিক্ষিকা মোছা: ফারজানা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি নাহিদা সুলতানা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কিশোর কিশোরী ক্লাব এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কিন্তু কোভিড-১৯ এর কারণে প্রথম দিকে কার্যক্রম বন্ধ ছিল। গত ১লা ফেব্রুয়ারি থেকে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাল্য বিবাহ প্রতিরোধে, কিশোর কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং সহ সমাজের নির্যাতিত কিশোরীদের আর্থ সামাজিক উন্নয়নে কিশোর-কিশোরী ক্লাব ইতি বাচক ভূমিকা পালন করবে।