Read Time:1 Minute, 13 Second
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বগুড়া-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ ।
মাদ্রাসার সভাপতি শামছুল আলম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওমর ফারুক, মাদ্রাসার সুপার মাওলানা আকবর আলী, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা যুব সংহতির সংগঠনের যুগ্ম আহ্বায়ক হোসাইন শরীফ সঞ্চয় প্রমুখ।