এস আই সুমন, শিবগঞ্জ (বগুড়া) থেকে :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুব শ্রমিক দলের উদ্যোগে বুধবার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণ সভা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব শ্রমিকদলের সভাপতি মন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলনেতা সাইদুল কবির, ছামছুল আলম খোকন, বগুড়া শহর যুব শ্রমিক দলের সভাপতি আরিফুল হক, জেলা শ্রমিক দল নেতা সুলতান আহম্মেদ, আমিনুল ইসলাম, শাফী মাহমুদ, বাবলু মন্ডল, মজনু প্রাং।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার আঃ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মাস্টার হারুনুর রশিদ, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, ইদ্রিস আলী, মাস্টার মোকছেদুর রহমান দুলু, আব্দুর রাজ্জাক, আঃ করিম, যুবদল নেতা আবু তাহের, হান্নান, আবু শাহীন, ছাত্রদল নেতা আরমান, তমাল স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী, উপজেলা শ্রমিকদল নেতা রেজাউল ইসলাম, যুব শ্রমিকদলের সাধারন সম্পাদক আরিফ, শ্রমিক নেতা তারেক প্রমুখ।
স্মরণসভা শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা জাফরুল ইসলাম, জেলা শ্রমিকদল নেতা মতি ও আবু সাঈদ এর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।