ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার বোহাইল ইউনিয়নের চর মাঝিড়া গ্রামের নানজু আকন্দের ছেলে রুবেল রানা (২৩) ও তার ভাতিজা রুবেল মিয়া (২৮)।
এঘটনায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আহত রুবেল রানার বাবা নানজু আকন্দ বাদি হয়ে ১২ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর চর মাঝিড়া নৌকা ঘাটে রুবেল রানা ও রুবেল মিয়া যমুনা নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য মাছ ধরার জাল পরিষ্কার এবং নৌকা মেরামতের কাজ করছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাত্তার বেপারী সহ তাদের লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়ে রুবেল রানা ও রুবেল মিয়াকে মারপিট করে গুরুতর আহত করে।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দুরুল হুদা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযান চালিয়ে জোহর আলী মন্ডল (৫৫) ও আয়নাল আকন্দ (৩৩) নামে দুই জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। #