Read Time:56 Second
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৪) ও তার ছেলে সিয়াম (১০)।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ চৌধুরী জানান, সোমবার দুপুরে মধুপুর গ্রামের মাটিয়ালী বিলে সিদ্দিক হোসেন ও তার ছেলে সিয়াম মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে দুইজনই ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।