Read Time:1 Minute, 12 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে বগুড়া সদরের ঠনঠননিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলা সদরের কালরি আলগা গ্রামের মৃত বাছেদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩২) ও একই গ্রামের ফকির আলমগীরের ছেলে মুকুল হোসনে (২৫)।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।