Read Time:1 Minute, 10 Second
বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি নন্দীগ্রাম উপজেলায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার মমিন ‘অনুসন্ধান বার্তা’কে জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর ভর্তি হন রাজু আহমেদ। কিন্তু তীব্র শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, লাশ জীবানুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।