বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ায় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোলসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল পৌণে ৯ টার দিকে সদরের বাদুরতলা চকযাদু রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি হলো- বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় মধ্যপাড়ার আব্দুস কুদ্দুসের ছেলে সোহাগ ইসলাম (২৬), নিশিন্দারা মধ্যপাড়ার আনিছার সাকিদারের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও জয়পুরহাটের কালাই থানার ভোগইল পশ্চিম পাড়ার শাজাহান আলীর ছেলে ছানোয়ার হোসেন(৩৫)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদরের বাদুরতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাদুরতলা চকযাদু রোডের প্রেসপট্টির একটি দোকান থেকে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ১৩ লাখ ৯২ হাজার পিচ নকল ব্যান্ড রোলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় ব্যান্ড রোল তৈরির দুই টি ডাইস প্লেট উদ্ধার করা হয়। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।