বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় শহীদ খোকন পার্কে পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার) এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সারা জেলায় একই সময়ে পুলিশের পক্ষ থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বগুড়া জেলা পুলিশের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ- শাহাদত আলম ঝুনু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সালাউদ্দিন আহাম্মেদ, বগুড়া বারের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু, শিক্ষার্থী মৌ মনি প্রমূখ।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, ঈমাম, আইনজীবী, গনমাধ্যম কর্মী, বিট পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।