এস আই সুমন, বগুড়া থেকে :
বগুড়া সদরের গোকুল চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোরী রিসোর্স সেন্টারে বাল্য বিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এসময় তিনি বলেন, বাল্যবিবাহ সম্পর্কে আমরা যদি সচেতন না হই, তাহলে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাবে। তাই আসুন আমরা বাল্যবিবাহকে না বলি। আর করোনা ভাইরাস একটি মহামারী ব্যাধী, আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। নিয়মিত সাবান পানিতে হাত পরিষ্কার করি।
আনুষ্ঠানেস
এসময় আরো উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী, শহীদুল ইসলাম, মিলন হোসেন, রতিন চন্দ্র দাস, প্রভাত চন্দ্র দাস, জাহিদুর রহমান, গোলাম রব্বানী, আন্তজাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহাগ মাহবুব, আব্দুল বারী প্রমুখ