বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ভুয়া সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারনার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই প্রতারক বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত ছামছুল হকের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রতারণার অভিযোগে সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে । এ ঘটনায় বগুড়া সদর থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে প্রতারক শাহেদ সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম রেজা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহেদ সরদার নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা এলাকার সেলিম হোটেলের সামনে থেকে শাহেদ সরদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার কাছ থেকে পুলিশ হেড কোয়াটার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়। তিনি আরও জানান, প্রতারক শাহেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।