বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার ও ভোজ্য তেল বাজারজাত করার দায়ে বগুড়ার ‘মাই এফএফ গ্লোবাল বিডি নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের কৈচড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
জানা যায়, শুক্রবার সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে বগুড়া সদরের কৈচড় এলাকার ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইএফএফ গ্লোবাল বিডির মালিক নাহিদ মামুন সারওয়ারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি ভোজ্য তেল উৎপাদন করে বাজারজাত করে আসছিল। একারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।