Read Time:1 Minute, 14 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় সাংবাদিক গোলজার হোসেন মিঠুর বাড়ীতে হামলার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়ার সাংবাদিক ইউনিয়ন নামে একটি সাংবাদিক সংগঠন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস সহ সাংবাদিক নেতারা।
বিবৃতিতে ওই সংঠনের সাংবাদিক নেতারা জানান, গত ১৬ সেপ্টেম্বর দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক গোলজার হোসেন মিঠুর বাড়ীতে হামলা চালায় দূর্বৃত্তরা। এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আসামীদের গ্রেফতারের দাবি জানান তারা।