স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন বাজিতপরু গ্রামের মন্টু মিয়ার ছেলে রতন মিয়া (২৭) ও পাকুড়িয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে এমদাদুল হক (২৬)।
জানাগেছে, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীনের নির্দেশে পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ১নং বুলাকীপুর ইউপির অর্ন্তগত উদয় ধুল এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রতন মিয়া ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।