স্টাফ রিপোর্টার অনুসন্ধান বার্তা :
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাসুদ পারভেজ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলাপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
জানাগেছে, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মো. জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মো. আবুল কালাম আজাদ, এএসআই (নিঃ) মো. মুরাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা টাবলেট, ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ও ১ লাখ টাকা মূল্যেও মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রবিউল ইসলাম জানান, এ সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।