Read Time:1 Minute, 12 Second
কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো. জিয়াউল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি ও সাধারণ সম্পাদক এম এ মতিন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক সরদার এ কে এম রেজাউল হক, প্রভাষক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ।