Read Time:1 Minute, 6 Second
এস আই সুমন, বগুড়া থেকে :
বগুড়া ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া জেলার সোনাতলা উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃতঃ আমোদ আলী আকন্দের ছেলে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।