স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার গাবতলী থানার কৈঢোপ মধ্যপাড়া এলাকার এরফান আলীর ছেলে মোজাম্মেল হক ওরফে মেহেদী (২২) ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার শাহানাবাদ গ্রামের মৃতঃ দ্বীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (১৯)।
জানাগেছে, বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর দিক নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া সদর থানাধীন গোকুলগামী পাকা রাস্তার উপর থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ মোজাম্মেল হক ওরফে মেহেদীকে (২২) গ্রেফতার করেন।
অপরদিকে পৃথক অরেকটি অভিযান চালিয়ে বগুড়া জেলার সদর থানাধীন ঢাকা টু রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে ”টিভিএস সার্ভিস সেন্টার এন্ড পার্টস” নামক দোকানের সামনে নাবিল পরিবহন নামক একটি বাস থেকে ওয়াজেদ আলীকে (১৯) ৬০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন এতথ্য নিশ্চিত করে জানান, বগুড়া সদর থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।