Read Time:57 Second
বগুড়া প্রতিনিধি :
বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন ১৩, ১৪, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশি বগুড়া জেলা মহিলা দলের সদস্য এবং বগুড়া জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার শিল্পী।
রবিবার (৮ নভেম্বর) ১৫নং ওয়ার্ডের পশ্চিম পালশা, কলেজ গেট, গুচ্ছগ্রাম, বড়কুমিরা, ছোট কুমিরা, গোদারপাড়া সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
এসময় উপস্তিত ছিলেন শ্রমিকদল নেতা আব্দুল হামিদ, আলমগীর, হাসান, ইকবাল, আলিম, মজিদ, শিউলি বেগম, শেফালী বেগম, অনিক, টুম্পা, শিমুলী, মোরশেদা বেগম, অঞ্জনা প্রমূখ।