বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া শহরের বিভিন্ন স্থানে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি শহরের চেলোপাড়া সার্বজনীন কালী মন্দির, শিতলা মন্দির, শ্রী শ্রী শনি মন্দির, দত্তবাড়ী দেবসেবা ট্রাস্টি মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরে চেলোপাড়া সার্বজনীন কালী মন্দিরে পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির উদ্যোগে শতাধিক মানুষের মাঝে পর্যায়ক্রমে শাড়ি, লুঙ্গি ও মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজায় আগতদের সাথে কথা বলেন। তিনি সবাইকে মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন চক্রবর্তী, নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সুকুমার দাস, জীবন দাস প্রমুখ।