এস আই সুমন, অনুসন্ধান বার্তা :
বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে ৩০ কেজি করে ২৪১ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ ও মুজিব শতবর্ষ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক কর্তৃক প্রদত্ত ফলজ বৃক্ষ বিতরণ কর হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসাবে চাল ও বৃক্ষ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাজের অসহায়, অস্বচ্ছল, গরীবদের মাঝে কার্ডের মাধ্যমে ভিজিডির চাল বিতরন করছেন। যাতে করে আমাদের দেশের সাধারন জনগন সবাই পেট পুরে খেতে পারে। সুবিধাভোগীদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন, দয়া করে এই চাল কেউ বিক্রয় করবেন না, কেউ ক্রয়-বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আলী রেজা তোতন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, ইউপি সচিব আজমল হোসেন, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল, অফিস সহকারী সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন, ওর্য়াড যুবলীগ নেতা হোসাইন ইকবাল প্রমুখ।