Read Time:1 Minute, 13 Second
বগুড়া জেলা প্রতিনিধি :
“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। রবিবার শহরের তিনমাথা প্রতিষ্ঠানের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র, ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ মোহাম্মদ কাওছার রহমান, বগুড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইসরাফিল হক, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর।