শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
কাতার ভিত্তিক প্রচারমাধ্যম আলজাজিরা কর্তৃক বাংলাদেশ ও শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, কাতার ভিত্তিক আলজারিরা একটি ইসলাম বিদ্বেশী মূলক প্রচার মাধ্যম। তিনি বলেন, এই প্রচার মাধ্যমেই ইতিপূর্বে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সংখ্যা নিয়ে মনগড়া বক্তব্য দিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিষেদাগার করেছিল। প্রকৃতপক্ষে এদেশের স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা হিসাবে কাজ করতে দেখা গেছে।
সম্পতি বাংলাদেশ ও শেখহাসিনাকে নিয়ে প্রমাণবিহীন বক্তব্যে উদ্দেশ্যে প্রণোদিত ছাড়া কিছুই নয়। প্রকৌশলী জয় বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।