শাহাজানআলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় চলেছেন, মুক্তিযোদ্ধারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা আমাদের গৌরব, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং যে বীর মুক্তিযোদ্ধাগণ বেঁচে রয়েছেন আমরা নতুন প্রজন্ম যেন তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা ও স্মরন করি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে কাজিপুরে সংসদ সদস্য উপ-নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আ,লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী ইউনুস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহরাব হোসেন, শফিকুল ইসলাম শফি, ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম জগলু, আব্দুল বারি, শাহজাহান আলী, ফারুক হোসেন, কাজিপুরের সাবেক কমান্ডার আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার আব্দুস ছালাম প্রমূখ।